ভেজা বালিশের নীচে রক্তকরবী
ধীরে ধীরে শুকিয়ে গেছে নীরব অভিমানে
ভালোবাসার উপহার -
সব্বাই গোলাপ দেয় প্রিয়জনকে
এ ফুল ফেলে দেবার নয়, ভালোবাসার প্রতিশ্রুতি।

জীবনের আঙ্গিনায় ভালো থাকার অঙ্গীকার ক'জন করে
ছন্দ সুর লয় নিয়েই ভালোবাসা সৃষ্টি হয়
হৃদয়ের বালুচরে সুগন্ধি উৎসবের রঙ
জ্যোৎস্নার আলোয় জীবন নদী তরতর করে বয়ে চলে।

রক্ত করবী ফুলে ভ্রমরের গুঞ্জন শোনা যায়
ভালোবাসার ঝর্ণাধারায় জলপ্রপাত হয়
সুখ আঁকড়ে সব্বাই বাঁচতে চায় -
ক'জন ভালোবাসার সমুদ্রে স্নান করতে পারে!

               *******

রচনাকাল -
৫ই জুলাই ২০২৪