দু'ফোঁটা রক্তে বাঁচাবে জীবন
এমন মানুষ কই
মানুষ নাকি মানুষের ভাই
তবুও কাড়ছে মই।
রক্ত দিয়ে প্রাণটা বাঁচাও
করো জীবন দান
রক্ত ছাড়া এই পৃথিবী
হবে যে খান খান।
রক্তের ঋণ যায় না করা
কখনোই পরিশোধ
জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে
হারিয়ে ফেলো না বোধ।
বিকলাঙ্গ পঙ্গু মানুষও
দেয় দু'ফোঁটা রক্ত
অবহেলা করে রেখো না দূরে
ওদের চোয়ালও শক্ত।
বন্ধ্যা জীবন ভেবো না কেউই
বাড়াও বন্ধুত্বের হাত
দুঃসহ দিন হবে অবসান
দেখো না রক্তের জাত।
*****
রচনাকাল - ১৮ জানুয়ারী ২০২৪