আন্দোলনে উত্তাল মাতৃভূমি
রক্তাক্ত রাজপথ -
যুব সমাজ দিশেহারা
মৃত্যু মিছিল একশো পেরিয়ে গেছে।
শ্রাবণে ভাসছে পদ্মা নদী
আরো বহু নদী বাঁধ ভাঙনের প্রতিক্ষায়
গুলিতে ঝাঁঝরা সভ্যতার বুক -
অলিখিত যুব সমাজের নৈতিক অধিকার।
বুক চিতিয়ে লড়াই -
ভয়ে কুঁকড়ে আছে মায়েদের হৃদয়
অন্ধ জ্যোৎস্নায় হাতড়ে বেড়ায় সন্তানের মুখ
ধূসর গোধূলি পথ ধরে হেঁটে চলেছে লক্ষ কোটি যুবকের দল।
******
রচনাকাল -
৫ই আগস্ট ২০২৪