অন্ধকার সমাজ
নারী সম্ভ্রম বিকিয়ে যায়
ভারত পথিক আলোর দিশারী
তুমিই রাজা রামমোহন।

নবজাগরণের দূত হয়ে এগিয়ে এলে
কুসংস্কারে ভরা সমাজ ব্যবস্থা
নারী শিক্ষায় তিনিই পথিকৃত
দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন।

ভারতের কলঙ্কতম অধ্যায় সতীদাহ প্রথা
তিনিই বন্ধ করেছিলেন এই প্রথা
কতো আলোকবর্ষ পেরিয়ে যাবে
তবুও তুমিই রাজার রাজা।

    ****

রচনাকাল -
২৩ ই মে ২০২৩