নিঃসঙ্গ অন্ধকারে একা -
শুধুই অসুস্থ জোনাকির বিবর্ণ আলো
সাথে ঝিঁঝিঁ পোকার বিকট উল্লাস।

অসহ্য যন্ত্রণা -
যেন মাথাটা ছিঁড়ে যাবে
ঘুম আসে না সারা রাত্তির...

সব্বাই ঘুমোচ্ছে -
শুধু একা আমি রাত পথিক
নিজের সাথে নিজেই যুদ্ধ করি।

দু'চোখের নীচে কালি
ভবিষ্যৎ ধূসর কুয়াশায় ঢাকা
অন্ধ জ্যোৎস্নায় আলো খুঁজে বেড়াই।

        *****

রচনাকাল -
২৯শে নভেম্বর ২০২৪