রংচটা শরীর
রংচটা হৃদয় উপকূল
তবুও আতসবাজি জ্বালাতে ইচ্ছে করে।

সব্বার ঘর আলোময়
শুধু আমাদের ঘর বড্ড আঁধার
মোমবাতি রঙমশাল কতো রকম বাজি ...

বিবর্ণ কবিতার পাতায় রক্তপাত হয়
চারিদিকে মাইকে বাজছে শ্যামা মায়ের গান
অদ্ভুত আঁধারকে গিলে খাচ্ছে বিপন্ন জীবনের কাব্য।

সব পুজো শেষ -
আতসবাজির সব রঙ ক্রমশ বিবর্ণ হয়ে যায়
জীবনটা রঙমশাল হল না কখনও ...

         ******

রচনাকাল -
১২ নভেম্বর ২০২৩