ওদের হাসিতে রোদ্দুর ওঠে
রমজানে করো দান
গরীবদের কোনো অবহেলা নয়
আল্লাই বাঁচাবে প্রাণ।

একটি মাস উপবাসে কাটে
দুঃখ করো দূর
উপরওয়ালার মিলবে দোয়া
শোনো আজানের সুর।

      *****