আমি পুরুষ হতে চেয়েছি
কিন্তু কতটা পারলাম পুরুষ হতে
মেরুদণ্ডের ধ্বংসাবশেষে জন্ম নেয় উইপোকা
কুরে কুরে খায় আমৃত্যু...
বেঁচে থাকার অঙ্গীকার নেই
লড়াই করতে করতে কেটে যায় সারা জীবন
পুরুষ মানুষের অনেক দায়িত্ব
একটা পরিবার চেয়ে থাকে একটা পুরুষের দিকে।
সন্তান বাবা মা স্ত্রী সব্বাই
ঠোঁটের হাসি বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা
পুরুষ হতে গিয়ে আমরণ লড়াই -
পাঁজরের খাঁজে খাঁজে অসহায় পুরুষের কান্না কাব্য হয়ে যায়।
******
রচনাকাল -
৫ই মার্চ ২০২৫