পুড়ছে বৈশাখ ফুটছে বৈশাখ -
সারা দেশ জুড়ে তাপমাত্রা চল্লিশের উপরে
গরমে মানুষ নাজেহাল...
দুপুরের রোদ্দুরে পুড়ে যাচ্ছে মধ্যবিত্তের জীবন।
হামাগুড়ি দিয়ে হাঁটছে বিষধর মানুষও
একটু খানি ঠান্ডা হাওয়ার জন্যে মাথা খুঁটছে
গরম হাওয়ায় জ্বলে যাচ্ছে শরীরের শিরা উপশিরা।
কালবৈশাখী উধাও -
হাওয়া অফিস মেঘ খুঁজছে
মেঘ মুক্ত আকাশ থেকে ঝরে পড়ছে আগুনের হলকা
জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে বৈশাখী যৌবন।
মানুষ পুড়তে পুড়তে কালো হয়ে গেছে
প্রকৃতির বুক চিরে রক্ত ঝরছে -
তৃষ্ণার্ত মানুষগুলোর পাঁজর থেকে বেরিয়ে আসছে আগুন
সব্বাই বাঁচতে চায়, কিন্তু বাঁচবার পথ কেউ জানে না।
*******
রচনাকাল -
২৬শে এপ্রিল ২০২৪