মাঠে মাঠে এখন হাঁটু জল -
সবুজে সবুজে গ্রাম্য প্রকৃতি অপরূপ
মাঠ পুকুরের জলে ভরে উঠেছে শাফলা ফুলে।
দিগন্তের আঙিনায় দেখা দিয়েছে কাশফুল
শিশির বিন্দুর ছোঁয়ায় জেগে উঠছে ভোর
প্রকৃতির আঁচল ছায়ায় বাড়ছে শৈশব কৈশোর যৌবন...
বাঁচার স্বপ্ন আছে হৃদয় জুড়ে
নীল মেঘে ঢেকে গেছে জীবনের হাসি কান্না
আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে রামধনু রঙের আলো।
পুনর্জন্ম যদি হয় আবার প্রকৃতির কোলে জন্ম নিতে চাই
প্রকৃতি হল মা, শান্তির আর এক নাম প্রকৃতি
মাটির সাথে মিশে যাওয়া যায় খুব সহজেই।
ভোরের শিশিরের স্পর্শে প্রাণ ফিরে পায় সবুজ
জীবনের অঙ্গীকার লেখা থাকে শৈশবের উপাখ্যানে
মানুষ জন্ম নিলেই মরণ হবেই, পুনর্জন্ম ক'জন পায়?
*******
৯ সেপ্টেম্বর ২০২৩