দিনটা শুরু করবে কেমন
সময় দেবে বলে
সবুজ ঘাসের বুকের ভেতর
অস্থির কথা চলে।

প্রকৃতির হাসি থাকবে বেঁচে
মানুষ যাবে মরে
চাঁদের বুকে কলঙ্ক দাগ
জোছনায় যাবে সরে।

      *****