প্রখর তাপে পুড়ছে মাটি
ফসলে নেই রস
তরমুজ আপেল আম কাঁঠাল
ফলের জেনো বস।

তেষ্টায় ছাতি যাচ্ছে ফেটে
পানীয় জলের খরা
জল সংকট হবেই হবে
ভূগর্ভের জলও মরা।

জল অপচয় বন্ধ করো
নইলে সামনে মরণ
বাঁচতে যদি চাও দুটো দিন
ঈশ্বরকে করো স্মরণ।

দখিনা হাওয়াও বইছে গরম
নিঃশ্বাস নিতেই কষ্ট
প্রকৃতির অবদান যেও না ভুলে
তাহলে সবই নষ্ট।

ঈশান কোণে মেঘ উঠেছে
আর নেই তো ভয়
শীতল হাওয়ার সাথে বৃষ্টি
মানুষই করবে জয়।

       ******

রচনাকাল -
৪ঠা এপ্রিল ২০২৪