'রক্ত দাও স্বাধীনতা দেবো'
এখন স্বাধীনতা কোথায়?
শুধুই রক্ত চুষে নেয় -
স্বাধীনতা শুধুই প্রহসন।

প্রিয় নেতাজী আপনাকে বলছি -
আপনি কী দেখতে পাচ্ছেন
দেশ স্বাধীন হয়েছে -
স্বাধীনতার জন্যে আপনি রক্ত চেয়েছেন।

এখন রক্ত কেনা বেচা হয়
রক্ত নিয়ে রাজনীতির মরণ খেলা
নিঃস্ব হয় পরিবার -
অন্ধ গলিতে আটকে গেছে স্বাধীনতার সূর্য!

          *****

রচনাকাল -
২৩শে জানুয়ারী ২০২৫