এঁকেবেঁকে চলে যায় পৃথক নদী
কিন্তু কোনো একদিন মিলন হবেই হবে
এখানে না হয় অন্য কোথাও -
ভালোবাসা থাকলে সঙ্গম হবেই।

হৃদয়ের খোলা বারান্দা হাট করে খোলা
অলীক জোছনায় ঝড়ের খবর নেই
তবুও সুখের ভেলায় ভাসতে চায় সব্বাই
নীল আঁধারে সঙ্গম লেখা থাকে কাব্যের পাতায়।

জমজ নদী পৃথক হয়ে যায়
পান্ডুলিপিতে জমছে ধুলোর পাহাড়
উচাটন হৃদয়ে সঙ্গমের কোলাহল -
নিয়ন আলোর হাতে ভালোবাসার গোপন স্বরলিপি।

           *******

রচনাকাল -
১৬ই এপ্রিল ২০২৫