মনের কৌতূহল             থমকে দাঁড়িয়ে
             দুপুর গড়িয়ে রাত
তৃতীয়ার চাঁদ                ডুবেছে কখন
             হাঁড়িতে চড়েনি ভাত।

রঙিন শাড়ি                বড় অচেনা
            শিশুদের চোখে জল
ছিন্ন শাড়ি                 আজ একাকী
       চোখে নেই কোনো ছল।

পৃথিবীর খিদে               গরীবের ঘরে
          শরীর ভেঙেছে রোগে
পেটের জ্বালা                লুকিয়ে পেটে
           গরীব শুকিয়ে ভোগে।

সভ্য সমাজ                 মুখ ফিরিয়ে
          কুঁড়েতে জ্বলেনা আলো
উদ্বৃত্ত খাবার               কোরোনা নষ্ট
        অভুক্ত প্রদীপ জ্বালো।।

                ****