কেউ হাসছে কেউ কাঁদছে
কেউ বা আছে নীরব
চোখের ভাষা ক'জন বোঝে
কেউ বা প্রতিবাদে সরব।

গলার ফাঁসটা যাচ্ছে এঁটে
মুখ দিয়ে ওঠে রক্ত
প্রতিবাদী হলেই তোমাকে
হতেই হবে শক্ত।

      ******