গরম তাপে পুড়ছে মাটি
মানুষও পুড়ে ছাই
তখন তুমি দিলে দেখা
বৃষ্টি তোমাকে চাই।

প্রথম বৃষ্টির ছোঁয়া পেয়ে
হৃদয় জুড়িয়ে যায়
পোড়া মানুষ বৃষ্টি ভিজে
অনেক শান্তি পায়।

টাপুর টুপুর বৃষ্টি ঝরে
সারাটা দিন ধরে
নইলে মানুষ যাবেই পুড়ে
যাবে সবাই মরে।

দহন বেলায় বৃষ্টি ছোঁয়ায়
পাবে ফিরে প্রাণ
সব মানুষই বৃষ্টি ভিজে
গাইছে খুশির গান।

মেঘলা আকাশ ভিজে মাটি
পাখিরাও করছে স্নান
বৃষ্টি পেয়ে বিষণ্ণ প্রকৃতি
করছে কলতান।
       *****

রচনাকাল -
৭ই জুন ২০২৪