গ্রামের শেষে আমার বাড়ি
নীরব থেকেই চুপ
বাড়বে গরম নেই যে ক্ষতি
দেখো প্রকৃতির রূপ।

তীব্র দহনে পুড়বে দেশ
পাবে না কোথাও সুখ
শীতল ছায়ায় আমার বাড়ি
আছে শান্তি আছে ভুখ।

      *****