মুকুল ধরেছে শাখায় শাখায়
খুশিতে প্রকৃতি হাসে
ফাগুন ছোঁয়ায় ঝরছে পাতা
দেখবে চৈত্র মাসে।

পড়ছে গরম ঘুরছে পাখা
ঝরছে সবার ঘাম
রাস্তাঘাটে পুড়বে সবাই
নেই মানুষের দাম।

শুকিয়ে যাবে চাষের জমি
তৃষ্ণায় ফাটবে ছাতি
পুকুরের জল যাবেই উবে
তবুও উৎসবে মাতি।

সবুজ বনানী ক্রমশ ধূসর
প্রকৃতির রঙ কালো
কোকিলের মুখে ওঠে রক্ত
মানুষ নেই তো ভাল!

সুখের জীবন আঁধারের পথ
মনে হয় সব শূন্য
চোখের জ্যোতি যাচ্ছে কমে
করি নি কী কোনো পুণ্য?

      ******

রচনাকাল -
১৫ই মার্চ ২০২৪