ঘামছে শহর ঘামছে গ্রাম
প্রকৃতির খুব জ্বর
ঘুম আসে না মাঝ রাত্তির
প্রকৃতি ভয়ঙ্কর!
পুকুরের জল যাচ্ছে উবে
টিউবওয়েলে ওঠে না জল
তৃষ্ণায় ছাতি যাবেই ফেটে
জীবনটা বিষফল।
মাথার চাঁদি পুড়ছে তাপে
এখন বিয়াল্লিশ
তাপমাত্রার বাড়ছে পারদ
পাখিরা দেয় না শিস।
এসি পাখা এয়ার কুলার
বাড়ছে বাজারে দাম
এতো কিছুর পরেও মানুষ
শুকাতে পারে না ঘাম।
ভোরের আলোয় হাঁটছে সবাই
পায়েতে জড়ায় ঘাস
নিজেরা যতই সভ্য বলুক
মানুষ প্রকৃতির ক্রীতদাস।
******
রচনাকাল -
২৬শে এপ্রিল ২০২৪