শীতের ছুটি নিয়েছে বিদায়
তবুও লাগছে শীত
ভোরের বাতাস করে শিরশির
গাও জীবনের গীত।

ভোরের বেলায় চাদর লাগে
সন্ধ্যায় লাগে ভয়
শরীরে রোগ বাড়ছে সবার
মানুষের হবে ক্ষয়।

শিব রাত্রি কেটেই গেল
ঠান্ডায় কুপোকাত
শীত গরমে উথাল পাতাল
কম্বলে কাটে রাত।

রঙিন জীবন সুখের ভুবন
হানা দেয় তবু রোগ
মানুষ ভোগে জ্বরা ব্যাধিতে
প্রকৃতির আছে যোগ!

এখনও কুয়াশা পড়ছে নীরবে
প্রকৃতি নারীর রূপ
রোয়াব দেখানো অনেক হল
জীবন অন্ধকূপ।

       ******

রচনাকাল -
২৭শে ফেব্রুয়ারী ২০২৫