খেজুর গাছে ঝুলছে দেখো
রসের বড় হাঁড়ি
ভোরের আলো ফুটলে পাবে
রস যে কাঁড়ি কাঁড়ি।

খেজুর রসে মোয়া বরফি
ভীষণ সুস্বাদু স্বাদ
শীতেই পাবে প্রকৃতির কথা
নইলে সবই বাদ।

      *****