অন্ধকার প্রেক্ষাগৃহগুলো আজ বিবর্ণ
অন্ধকারে ডুবে যাচ্ছে স্বর্ণযুগের দিন
প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখার দিন শেষ
মোবাইলেই পাচ্ছে দুনিয়ার সব সিনেমা।
দেশ বিদেশের সমস্ত বিনোদন এখন হাতের মুঠোয়
কিছু কিছু প্রেক্ষাগৃহতে শপিংমল হয়েছে
কতো মানুষ আজ কর্মহীন -
রুটি রুজির তাগিদে কেউবা ফুটপাথের দোকানি।
কুয়াশায় ঢাকা মানুষের জীবন
যে কুয়াশার আবরণ থেকে মুক্তি নেই কখনও
সভ্য মানুষ আর কতকাল কাঁদবে -
কে দেবে উত্তর! সব্বাই বধির, নিরুত্তর।
******
রচনাকাল -
১লা জানুয়ারী ২০২৫