একটু জল পেয়েই ঘাসগুলো উৎফুল্ল
মানুষও পেয়েছে শান্তি
প্রকৃতির কারখানায় বেঁচে উঠেছে জীবকূল
তীব্র গরমের হলকা থেকে মুক্তি পেয়েছে সব্বাই।
বৃষ্টি উধাও হলেই আবার গরম
মাটি থেকে উঠে আসছে ফসলের দীর্ঘশ্বাস
জমির বুক ফেটে চৌচির -
বৃষ্টির ছোঁয়া পেয়ে প্রাণ ফিরে পেলো রুক্ষ পৃথিবী।
প্রকৃতির কোলে বেড়ে ওঠে জীবনের অকথিত গল্প
সবুজ প্রকৃতি আরও সবুজ হয়ে উঠেছে
কৃষ্ণচূড়ার শাখায় শাখায় জমা হয়েছে লাল বর্ণের আবির
হোলি উৎসব নেই তবুও প্রকৃতি রঙিন হয়ে উঠেছে প্রকৃতির আবদারে।
******
রচনাকাল -
১৪ই মে ২০২৪