প্রজাপতি ফুলের বাগে
উড়ছে খুশি মনে
মধু পেলেই চায় না কিছুই
আসে ফুলের সনে।

শীতের দিনে ফুল বাগিচায়
হাজার প্রজাপতি
ফুলে ফুলে মুখ ঢুকিয়ে
বাড়ায় হৃদয় জ্যোতি।

      ******