কতটুক জানি তোমার কথা
আসছে দু'চোখে জল
বিচার নিয়ে হয় প্রহসন
রাজনীতি নীট ফল!
তোমাকে চিনি না জানিও না
মনে হয় ঘরের মেয়ে
সারা দেশ উত্তাল তোমাকে নিয়ে
দুঃখতে গেছে ছেয়ে।
মোমবাতি মিছিল ক্রমশ নিষ্প্রভ
নিভেও যাচ্ছে মশাল
সারা শরীরের ক্ষত চিহ্ন
দেখাচ্ছে যেন বিশাল।
স্টেথোস্কোপ আজ হয়েছে নীরব
কলমও বলে না কথা
থার্মোমিটার উত্তাপ হীন
কী যন্ত্রণা, কী যে ব্যথা!
হৃদয় আকুল তোমার জন্যে
কেন দেশে এতো পাপ
পাপীদের ধরে দাও শাস্তি
বলবে বাপ রে বাপ!
*****
রচনাকাল -
২৪শে আগস্ট ২০২৪