বাড়ছে কুয়াশা কমছে শীত
ঘুমও হবে নষ্ট
গরমে সবাই করবে ছটফট
বাড়বে ভীষণ কষ্ট।
ঘামবে শরীর জ্বলবে শরীর
আসছে চৈত্র মাস
শীতের দিনে করেছো আরাম
এবার সর্বনাশ।
দু'ফোঁটা অশ্রু যাবে মিলিয়ে
পাথর হবে ঘাম
ফসলের মাঠ যাবেই ফেটে
মানুষের নেই দাম।
পাখিদের গানে প্রকৃতি হাসে
মানুষ ভুলেছে হাসি
তীব্র দহন শরীর জুড়ে
আসে মরণ কাশি!
ভোরের আলোয় হিমেল হাওয়া
বাড়বে দিনে গরম
দোল উৎসবে রঙিন হলেই
হৃদয়ে লাগবে শরম।
******
রচনাকাল -
২৫শে ফেব্রুয়ারী ২০২৫