আমার বসার আসনে নগ্ন রোদ্দুর শুয়ে থাকে
নানা অছিলায় নড়তেই চায় না -
কান্নাগুলো পিছন ফিরে বসে আছে
পোয়াতি ধানের ক্ষেত এখন কথা বলতে শুরু করেছে।
শীতের অবসন্ন বিকেল জুড়ে শুধুই অলীক স্মৃতি
মাঠগুলো যেন রণাঙ্গনে পরিণত হয়েছে
ছোটাছুটি করছে সব্বাই
ব্যস্ত সময় লুটপাট হয়ে যায় বধ্যভূমির আঙিনায়।
কোথায় সুখের শামিয়ানা?
শরীরের নীল হ্রদের নীচে কান্নার পাহাড়
অস্পষ্ট বর্ণমালার ভাষা উদ্ধার করার চেষ্টা করি
পারি না, সেই দুর্বোধ্য ভাষা উদ্ধার করতে কিছুতেই পারি না।
******
রচনাকাল -
৩রা ডিসেম্বর ২০২৪