নবান্ন ধান পিঠে পুলি
নতুন চালের স্বাদ
সাথে আছে নলেন গুড়
নেই কোথাও খাদ।
পৌষ মাসের পৌষ পিঠে
তুলনা তার নাই
মিষ্টি গুড়ের রসের বড়া
সবাই আনন্দেতে খাই।
শীতেই পাবে নিত্য নতুন
মিষ্টি পিঠে পুলি
বাড়ি বাড়ি সুস্বাদু পদ
ভরবে পেটের ঝুলি।
পৌষ সংক্রান্তির সন্ধ্যা বেলায়
সবাই পিঠে বানায়
নবান্ন উৎসব হয় শুরু
খুশিও কানায় কানায়।
কুয়াশা ভেঙে রোদ্দুর ওঠে
সাগর মেলায় স্নান
পিঠে পায়েস সুস্বাদু মোয়া
গরমে সবই ম্লান।
*****
রচনাকাল - ১১ জানুয়ারী ২০২৪