পৌষ সংক্রান্তি সাগর মেলা
ভোর পাখিদের গান
লক্ষ লক্ষ মানুষ হাজির
সাগর জলে স্নান।
পুণ্য অর্জন করতে মানুষ
আসে সাগর মেলায়
খাওয়া দাওয়া মেলায় ঘোরা
ফিরবে সাঁঝের বেলায়।
পায়েস পিঠে বানায় সবাই
উৎসব ঘরে ঘরে
ধনী গরীব নেই ভেদাভেদ
হৃদয় উজাড় করে।
স্নান করলে পুণ্য হবে
বিশ্বাসে ভরে মন
পৌষ সংক্রান্তির শুভ দিনে
সবাই আপনজন।
সব ধর্মের মানুষ মেলায়
হিন্দু জৈন শিখ
ধর্ম নিয়ে রাজনীতি নয়
এটাই ভালো দিক।
*****
রচনাকাল -
১৩ই জানুয়ারী ২০২৫