ধার নিয়েছি একটা রুটি
দিতেই  হবে কাল
বাসি হলেও কাজ চলবে
একী দেশের হাল!

গরীব গরীব লড়াই করে
বাসি রুটির জন্য
পোড়া দেশে রুটিও পোড়া
জোটে না দু'মুঠো অন্ন।

জোছনা আলো ছড়িয়ে পড়ে
হৃদয় ভূমির মাঝে
কষ্টে আছে অভুক্ত মানুষ
যায় না ওরা কাজে!

নেই তো কাজ অভুক্ত আজ
চলছে উপবাস
ঘুরছে মাথা ঘুরছে বেকার
করছে পরিহাস!

বাসি রুটির বড্ড আকাল
পোড়া রুটির গন্ধ
ঘুম আসে না রাত্তির বাড়ে
সুখের দুয়ার বন্ধ।

      ******

রচনাকাল -
৭ই নভেম্বর ২০২৪