ভিতর থেকে কুরে কুরে খায় অন্ধ জ্যোৎস্না
এমন শীতে কোকিলের কন্ঠস্বর শোনা যায় না
বসন্তের প্রতিক্ষায় বসে থাকি অনন্তকাল -
শীত চলে যাবে, বসন্তও আসবে আবার
হৃদয়ের ফুলদানিতে গোলাপ ফুটবে না কখনও...
শীতে ফুল, পাতা সব ঝরে যাবে
বসন্তের দুয়ার খুলে দেখো
ফুলদানিতে থরে থরে সাজানো আছে গোলাপ গাছের কঙ্কাল।
বোবা কথারা ছটফট করে অলীক অভিমানে
নীল জ্যোৎস্নার নদী বয়ে চলেছে তিরতির করে
গোলাপ সৌন্দর্য হারিয়ে বসন্ত আসার আগেই বিবর্ণ হয়ে যায়।
*******
রচনাকাল - ৯ জানুয়ারী ২০২৪