ভোরের শিশির পড়ছে ঝরে
ফড়িং শিশুর গায়
সেই খুশিতে নাচছে ওরা
নেই ভাবনা নেই দায়।
ফুলের বাগানে খেলছে ফড়িং
নেই কোনো অভিমান
মানুষই শুধু অভিমান করে
চায় শুধু অনুদান।
দুঃখের কথা শোনায় মানুষ
আঁধারে কাটায় রাত
ফড়িং গাইছে মুক্তির গান
মানুষই দেখে জাত!
নীল আকাশের বুকে ওড়ে
ফড়িং শিশুর দল
মানুষ পারে না উড়তে জানি
করে নানান ছল।
হিংসায় জ্বলে সভ্য মানুষ
ফড়িং শুধুই হাসে
আর কতকাল চাইবে সুখ
মরণ কাশি কাশে!
*****
রচনাকাল -
২৩শে অক্টোবর ২০২৪