আঁধারের বুক চিরে ছুটে চলেছে ট্রেন
বসন্তের রাত শিরশির করছে ঠান্ডার হাওয়ার ছোঁয়ায়
তবুও ভীড়ে ঠাসা প্রতিটি ট্রেনের কামরা।
পাখিদের কিচিরমিচির থেমে গেছে
নিঃসঙ্গতা, শুধুই ট্রেনের শব্দে জেগে থাকে রাত
ফিসফিসিয়ে কথা বলছে রাতের তারারা।
দু'চোখে ঘুম নেই -
মানুষ ঢুলছে, দুলছে দুঃখের কথা লিখছে
হাসি চুরি হয়ে যায় ক্রমশ বিবর্ণ অন্ধকারে।
যে যার গন্তব্যে নেমে যাচ্ছে মানুষ
রাত ফুরিয়ে আসছে ফাগুন বাতাসের গন্ধ নিয়ে
অভুক্ত অন্ধকারে হারিয়ে যায় মনুষ্য জীবনের গল্প।
******
রচনাকাল -
৪ মার্চ ২০২৪