ঝড়ের সাথে নেমেছে বৃষ্টি
ফাগুন বাতাসে কান্না
শীতের আমেজ হয়েছে উধাও
হয় নি রাতে রান্না।
ঝড়ের দাপটে ভেঙেছে ঘর
বৃষ্টি ভেজা রাত
গ্রামের মানুষ বড় অসহায়
জোটে নি দু'মুঠো ভাত।
আঁধারের পথে খুঁজছে আলো
জোনাকির সাথে দেখা
দুঃখের কথা বলতে গিয়ে
পেয়েছি অনেক ব্যথা।
জোনাকি হল আলোর পথিক
মানুষই পথভোলা
ফাগুন বাতাসে হঠাৎ বৃষ্টি
একি প্রকৃতির কান মোলা!
ভোরের আলোয় আকাশ দেখি
উজ্বল হাসি মুখ
দুঃখের নদী থাকবে জীবনে
পাবেও একটু সুখ।
*****
রচনাকাল -
২১ ফেব্রুয়ারী ২০২৪