পায়ের তলার মাটি কখন
গিয়েছে সবই সরে
চোখের কাজলে ধূসর মেঘ
উঠেছে মানুষ ভোরে।

শরতের রোদ বুকে জড়িয়ে
ভেবেছো থাকবে সুখে
দু'মুঠো ভাত রোজ জোটে না
দারিদ্র্যের চিহ্নটা মুখে।

শিউলি গাছে ফুটেছে ফুল
বাতাসে শরৎ গন্ধ
কাশফুল গুলো দুলছে হাওয়ায়
মুক্তির শ্বাস বন্ধ!

গরীবের উঠোন অগোছালো রোদ
লুটোপুটি খায় শিশু
উলঙ্গ শরীর অনাবিল হাসি
যেন দেবতা যীশু।

পায়ের তলার মাটিতে লেখা
কঠিন জীবনের গল্প
ভাঙাচোরা ঘর বৃষ্টিতে ভাসে
সুখটুকু অতি অল্প।

       *****

রচনাকাল -
১৩ই সেপ্টেম্বর ২০২৪