পাঠশালা উঠে গেছে
পন্ডিত মশাই নীরবে অভিমানে
কান ধরে দাঁড়িয়ে থাকার দিন শেষ
কিংবা বেদম প্রহার!
এখন শিক্ষা হয় না
শিক্ষার নামে প্রহসন
পন্ডিত মশাই বদলে গেছে শিক্ষকে
ক'জন শিক্ষক ছাত্রদের সন্তান স্নেহে
মানুষ করেন!
অন্ধকার গ্রাস করেছে পাঠশালায়
জীবন থেকে ক্রমশ বিবর্ণ হয়ে যাচ্ছে শিক্ষার মান
শিক্ষক ছাত্র সম্পর্কে ধরেছে ফাটল
পাঠশালার স্মৃতি আঁকড়ে বসে আছে সভ্যতার পূর্বপুরুষ।
******
রচনাকাল -
২১শে জুন ২০২৪