একটি পাতায় জীবন কাব্য
সবই যাবে লেখা
ভুলে ভরা মানব জনম
যায় না কিছুই শেখা।
পাতার কুটির বানিয়ে মানুষ
কাটায় সারা জীবন
আঁধার পথে ঠিকানা খোঁজে
লিখবে তাদের মরণ।
শিশির ভেজা ভোরের আলো
পড়লো এসে গায়
প্রকৃতি বলছে, সব বিপদের
নিতেই হবে দায়।
একটি গাছ বাঁচায় জীবন
পাতারও আছে প্রাণ
করাত চালায় গাছের বুকে
সভ্যতা খানখান।
একটি একটি পাতা বেড়ে
বিশাল গাছের মাথা
মানুষের হুঁশ ফিরবে কবে
ওটাই বাঁচার ছাতা।
******
রচনাকাল -
২৯ অক্টোবর ২০২৩