স্কুলের পরীক্ষা হয়েছে শেষ
ক'দিন এখন ছুটি
শীতে যাব চিড়িয়াখানায়
সাথে মোয়া রুটি।

পরীক্ষাটা হয়েছে ভাল
চিন্তার কিছু নাই
উঁচু ক্লাসে উঠবো এবার
বইয়ের গন্ধ পাই।

পরীক্ষায় নম্বর বেশি পেতে
পড়েছি অনেক রাত
বাবা মা থেকেছে পাশে
খেয়েছি দু'মুঠো ভাত।

বাবা মা স্বপ্ন দেখে
মানুষ হবে ছেলে
খাঁটি মানুষ পাওয়া দুষ্কর
ক'জন খাঁটি মেলে।

আসছে আবার নতুন বছর
করবো শুরু পড়া
নতুন পোশাক নতুন বই
হৃদয় খুশিতে ভরা।

      *****

রচনাকাল -
২০ ডিসেম্বর ২০২৩