পঁচিশ আনুক শান্তি সুখ
আসুক নতুন ভোর
নববর্ষ হাতছানি দেয়
কাটুক দুখের ঘোর।
অমানিশা রাত কুয়াশায় ঢাকা
তবুও বাঁচতে চাই
জীবন আলোকে মুক্তির গান
সবকিছু যেন পাই।
পাপের পৃথিবী পাপীরা ঘুমোয়
সজন হারিয়ে যায়
বিচারের বানী নিভৃতে কাঁদে
অভয়ারা বিচার পায়?
আর কতকাল কাঁদবে মানুষ
শরীর জুড়ে ক্ষয়
ইতিহাস বলে আছে ভগবান
সত্যের হবে জয়!
নতুন বছর আসবে যাবে
সুদিন আসবে কবে
পাপের পৃথিবী নিপাত যাক
নারীরা হাসবে ভবে!
*****
রচনাকাল -
১লা জানুয়ারী ২০z২৫