পঞ্চ প্রদীপ জ্বালিয়ে নারীরা
দেবতার পূজা করে
শঙ্খ ঘন্টা ফুলের মালায়
মাথা ঠুকে শুধু মরে।

দেবতা পাথর সব্বাই বলে
তবুও মন্দিরে ভিড়
দেবতার খোঁজে ছুটছে মানুষ
পেতে সুখের নীড়।

ধূপ চিরকাল গন্ধ বিলায়
দেখে না জাতি ধর্ম
পঞ্চ প্রদীপ জ্বলে চিরকাল
ওটাই প্রদীপের কর্ম।

ভোরের শিশির দেয় ভিজিয়ে
বিশ্বাসী মানুষের মন
মন্দিরে জ্বলে পঞ্চ প্রদীপ
যেন গচ্ছিত ধন।

হাসি মুখে আশীষ দেবে
এই সবারই আশা
হৃদয় দুয়ার খুলেই দেখো
পাবেই সুখের বাসা।

       ******

রচনাকাল -
২৮শে ফেব্রুয়ারী ২০২৪