ফড়িং ফিঙে করছে খেলা
রঙিন ফুলের মাঝে
রঙ বেরঙের প্রজাপতি
সেজেছে রঙিন সাজে।

বাবুই পাখি বুনছে বাসা
তাল গাছের ঐ ডালে
গাঁয়ের বধূ ধরছে মাছ
পুকুর কিংবা খালে।

পাখির ডানায় মিষ্টি রোদ
ছড়ায় খুশির আলো
রামধনু রঙ আকাশ জুড়ে
সবার করবে ভালো।

শরৎ মেঘে হঠাৎ বৃষ্টি
ঝমঝম করে নামে
ও শিশুরা খেলবে নাকি
এমন খুশির গ্রামে।

এই গ্রামেতে শুধুই পাখি
হাজার রকম ফুল
হাসবে খেলবে ছুটবে তোমরা
করবে না কোনো ভুল।

        *****

রচনাকাল - ২৬ সেপ্টেম্বর ২০২৩