ছন্নছাড়া একটি জীবন
কাব্য হতে চায়
ছন্দ বিহীন চলার পথে
নেই তো কোনো দায়।
উদার আকাশ নীল জোছনা
স্বপ্ন নদীর চর
ফাগুন হাওয়ায় মুক্তির স্বাদ
বাঁধবো সুখের ঘর।
সরষে ক্ষেতের হলুদ ভুবন
হিমেল রোদের ছন্দ
ভোর বাতাসে স্বপ্ন লিখি
শিশির ভেজা গন্ধ।
পাখির ঠোঁটে নীল সমুদ্র
ডানায় মরমী স্বপ্ন
ভালোবাসার ঝর্ণা ধারায়
বাঁচার আশাতেই মগ্ন।
শীত ফিরবে আপন দেশে
দুয়ারে বসন্ত ভোর
ভুলে যাব কষ্টের দিন
খুলবো হৃদয় দোর।
*****
রচনাকাল -
৭ ফেব্রুয়ারী ২০২৪