ঘুম ভেঙে চেয়ে দেখি নতুন প্রভাত
নববর্ষের আলোয় আলোকিত মানুষ
চোখের তারায় চিকচিক করছে নতুন স্বপ্নের রঙ।

নীলকন্ঠ পাখি উড়ে গেছে কৈলাসে -
চড়কের মেলা শেষ হতে না হতেই সন্ধ্যা নামে
রাত্তির কাটলেই নতুন বছরের হাতছানি।

পয়লা বৈশাখে বাঙালি মননকে নাড়া দিয়ে যায়
উৎসবের মধ্যে দিয়ে শুরু হয় নববর্ষের অঙ্গীকার
পুরোনো বছরের গ্লানি মুছে নতুনকে আবাহন।

ফসলের মাঠ থেকে ভেসে আসছে নবান্নের সুগন্ধি
সব্বার হৃদয় জুড়ে খুশির আমেজ -
পয়লা বৈশাখে সব কিছু ভুলে নতুন করে বাঁচতে চায়।

           ******

রচনা কাল -
পয়লা বৈশাখ ১৪৩১
১৪ই এপ্রিল ২০২৪