ভাঙছে মুজিব ভাঙছে নজরুল
ভাঙছে রবির মূর্তি
এরা কারা ধ্বংসে মাতে
উল্লাসে করে ফুর্তি!
দেশের সম্পদ নষ্ট করে
কী লাভ তোমরা পাও
জাতীয় সংগীত পাল্টে দিয়ে
গাইবে কী গান গাও?
হিংসায় জ্বলছে গোটা দেশ
জ্বালাও সুখের ঘর
হিন্দু মুসলিম ভাই ভাই
কেউই নয় তো পর।
তবুও কেন এতো বিদ্বেষ
এতো রক্তক্ষয়
সংখ্যালঘু শান্তি চায়
তবুও পায় ভয়।
শ্রাবণ আকাশ রক্তে লেখা
পদ্মা নদীর জল
গঙ্গা পদ্মা হয় একাকার
ভালোবাসায় মিলবে ফল।
******
রচনাকাল -
১০ই আগস্ট ২০২৪