পরিযায়ী যাচ্ছে ফিরে
যেথায় তাদের দেশ
সাত সমুদ্র তের নদী
হৃদয়ে খুশির রেশ।

শীতের দেশে পাড়ি জমায়
এদেশে ওদের ছুটি
হাজার মাইল আকাশে ওড়ে
শীতেই লুটোপুটি।

     *****