পরিযায়ী পাখি উড়ছে আকাশে
খুঁজছে তাদের স্থান
দূর নিলীমায় রঙিন স্বপন
নেই কী তাদের মান।
ঝিলের জলে জলকেলি আর
মনের সুখে গান
শীতের দেশে অচীন পাখি
করছে কলতান।
এদেশ ওদেশ ঘুরে বেড়ায়
যে দেশে আছে শীত
পরিযায়ী পাখি শীতটা পেলেই
হবেই ওদের জিত।
শীতের শিশির মাখছে গায়ে
দু'চোখে স্বপ্ন আঁকা
ওষ্ঠ জুড়ে সোহাগ ঝরে
নেই যে দুখের ব্যথা।
লক্ষ মাইল উড়ছে পাখি
জন্ম আকাশ পথ
উড়তে উড়তে মরণ লেখে
পায় না সোনার রথ।
******