শীল নোড়াটা উঠেই গেছে
বাটনা বাটার যন্ত্র
আধুনিক বৌমা হেসেই বলে
রান্নার আছে কী মন্ত্র!
শ্বাশুড়ি মা মুচকি হাসে
অতই সহজ কাজ
গুঁড়ো মসলা বাটা মসলায়
পাবে কী একই ঝাঁঝ!
যুগটা এখন পাল্টে গেছে
শ্বাশুড়ি বৌমা বন্ধু
দুজন মিলে রান্না করে
হৃদয় ওদের সিন্ধু।
ঝগড়া ঝাটি করে না কেউ
শ্বাশুড়িকে করো যত্ন
বৌমাকে ভাবো মেয়ের মতো
পরিবারে বৌমাই রত্ন।
নতুন প্রভাত সোনালী আলো
জীবন স্বপ্নময়
শ্বাশুড়ি বৌমার দ্বন্দ্ব মিটলে
তবেই আসবে জয়।
*****
রচনাকাল -
৫ই এপ্রিল ২০২৫