হৃদয় উজানে এসেছে কন্যা
ঘর করেছে আলো
ছোট্ট শিশুর চাঁদপানা মুখ
সুখের প্রদীপ জ্বালো।

ভালোবাসার সোহাগ স্রোতে
নীল যমুনার জল
জোছনা রাতে আলোর শিশু
যেন পরীর দল।

হাজার তারার মাঝেই পরী
মেলছে যেন ডানা
হামাগুড়ি দিতে দিতেই
দুঃখ করাও মানা।

সুখ দুঃখের শামিয়ানায়
এসেছে ঘরে পরী
সকল কষ্ট দেয় ভুলিয়ে
যেন সুখের তরী।

ভোরের আলোয় ছোট্ট পরীর
ভুবন ভোলানো হাসি
ভালোবাসায় সোনার ফসল
খুশিও রাশি রাশি।

      ******

রচনাকাল -
১২ই মার্চ ২০২৫