চোখের কাজলে মরা নদী হাসে
নারী নদী হতে চায় -
কিন্তু স্রোত হারিয়ে যায় সাংসারিক চাপে
ভাঙন ধরে হৃদয়ের মায়াবী উপত্যকায়।

কুমারী নারী স্বাধীনতা খোঁজে
মুক্তির স্বাদ পেতে উড়তে চায় সব্বাই
কিন্তু কঠিন বাস্তবে জীবনের রঙ ফিকে হয়ে যায়
স্বপ্নের নদীতে ভেসে যায় সুখের ঘর।

থমকে দাঁড়িয়ে আছে পালতোলা নৌকা
ছলাৎ ছলাৎ শব্দ ওঠে না আর হৃদয়ের উঠোনে
চোখের কাজলে পাথর জমছে -
নারীর আঁচল ধরে বসে আছে অসুস্থ ভবিষ্যৎ।

             ******

রচনাকাল -
১২ই মার্চ ২০২৫